ডিএসইর লেনদেন হাজার কোটি টাকার উপরে

আপডেট: ২০১৮-০৭-১১ ০০:৪৪:২৩


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।  দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৮৮ কোটি ১৯ লাখ ৩৭ হাজার টাকা। যা চলতি বছরের সর্বোচ্চ।

জানা গেছে, দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯১১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৩টির, দর কমেছে ৯৯টির এবং দর পরিবর্তীত রয়েছে ৫৭টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ৮৮ কোটি ১৯ লাখ ৩৭ হাজার টাকা। যা সাত মাস ১৮ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৭ সালের ২২ নভেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯১ কোটি টাকার।DSE অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)সার্বিক সূচক সিএএসপিআই ১০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬৫৬৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৮৩৩ পয়েন্টে।  সিএসসিএক্স ৬৫ পয়েন্ট বেড়ে ১০০২৩ ও সিএসআই ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৩৪ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২০২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির, দর কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। টাকার অংকে লেনদেন হয়েছে ৬১ কোটি ৭৬ লাখ ২৩ হাজার টাকা।