ডিএসইতে লেনদেন ১১শ’ কোটি টাকার উপরে

আপডেট: ২০১৮-০৭-১১ ২৩:২৪:৫৬


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এই দিন টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। এদিন ডিএসইর লেনদেন ১১’শ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।dse-cse

জানা গেছে, দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯১৫ পয়েন্টে।

লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩টির, দর কমেছে ১৫৭টির এবং দর পরিবর্তীত রয়েছে ৩১টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ১১৫ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকা। যা সাত মাস ২১ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৭ সালের ২০ নভেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৮ কোটি টাকার।

অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)সার্বিক সূচক সিএএসপিআই ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬৬৩৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ১০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৯৩০ পয়েন্টে। সিএসসিএক্স ৫৬ পয়েন্ট বেড়ে ১০০৬৮ ও সিএসআই ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৩৪ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২১২ পয়েন্টে।

লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, দর কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। টাকার অংকে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৫৬ লাখ ১৫ হাজার টাকা।