সেরা উদীয়মান খেলোয়াড় এমবাপ্পে
প্রকাশ: ২০১৮-০৭-১৬ ০৯:২৯:৪৩
রাশিয়া বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। মাত্র ১৯ বছর বয়সে অনন্য নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার তার হাতে উঠে।
বলা যায়, এবারের বিশ্বকাপে সেরা আবিষ্কার এমবাপ্পে। তার অবিশ্বাস্য গতি আর স্কিল মুগ্ধ করেছে সবাইকে। শেষ ষোলোয় আর্জেন্টিনাকে ৪-৩ গোলে বিধ্বস্ত করে ফ্রান্স। সেই ম্যাচে তার জোড়া গোলের সঙ্গে ক্ষীপ্রগতির দৌড় অনেকদিন মনে রাখবেন ফুটবলরসিকরা।
এমবাপ্পে শুধু দুর্দান্ত খেলেছেন, তা নয়। তিনি সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম পেলের দুটি রেকর্ড স্পর্শ করেছেন।
আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করে প্রথম তিনি পেলের রেকর্ড স্পর্শ করেন। পেলের পর এতদিন আর কেউ এত কম বয়সে বিশ্বকাপের নকআউট ম্যাচে জোড়া গোল করতে পারেননি। আজ ফাইনালে গোল করে পেলের অন্য এক কীর্তি ছুঁয়েছেন তিনি। পেলের পর এত কম বয়সে কেউ বিশ্বকাপ ফাইনালে গোল করতে পারেননি।
কিলিয়ান এমবাপ্পে পিএসজির হয়ে গত মৌসুমে দুর্দান্ত খেলছেন। ইউরোপের বড় দলগুলো তাঁকে ক্লাবে নিতে আগ্রহী। বিশ্বকাপে ১৯ বছর বয়সী এই তরুণ কেমন করেন, সেটা নিয়ে আগ্রহ ছিল সবার। ফুটবলের সবচেয়ে বড় আসরে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করেননি তিনি। ৭ ম্যাচে ৪ গোল করেছেন। করিয়েছেন দুটি। আর এর মাধ্যমেই নিজেকে প্রমাণ করেছেন তিনি।