ঋণমানে ‘এ+’ পেল বিজিআইসি

ডেস্ক আপডেট: ২০১৮-০৭-২২ ০৯:২৯:৫০


বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কো্ম্পানির লোগো
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কো্ম্পানির লোগো

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) ঋণমানে ‘এ+’ পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে আজ এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, আর্গস ক্রেডিট রেটিং সার্ভিস লিমিটেড (এসিআরএসএল) এ রেটিং করেছে।

এছাড়া স্বল্পমেয়াদে কোম্পানিটিকে এসটি-২ ঋণমান দিয়েছে ইসিআরএল।

৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের প্রথম প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য প্রতিবেদনের ভিত্তিতে বিজিআইসিকে এই ঋণ মান দেওয়া হয়েছে।

৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব ১০ শতাংশ নগদ লভ্যাংশ  দিয়েছে বিজিআইসি।

১৯৮৯ সালে পুঁজিবাজারে আসা বিজিআইসির অনুমোদিত মুলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মুলধন ৫৪ কোটি ২ লাখ ৭০ হাজার টাকা।