৪ প্রতিষ্ঠানকে সতর্ক করেছে বিএসইসি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-২৪ ২৩:০৯:৩৫


ইউনিক শেয়ার ম্যানেজমেন্ট এবং এবি অ্যান্ড কোম্পানি, অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে সতর্কপত্র ইস্যু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

কমিশন বলছে, এই প্রতিষ্ঠানগুলো ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিল না করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এর বিধি ১৩(৪) লঙ্ঘন করেছে।

উক্ত সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে ইউনিক শেয়ার ম্যানেজমেন্ট এবং এবি অ্যান্ড কোম্পানি, অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্টকে সতর্কপত্র ইস্যু করা হয়েছে।

এদিকে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট তাদের ২৫ জন বিনিয়োগকারীর পক্ষে ১৮ হাজার ৫৮২টি সাইফ পাওয়ারটেকের রাইট শেয়ার আবেদন না করে তা ওই বিনিয়োগ হিসাবধারীর সম্মতি ব্যতীত রিনানসিয়েশনের মাধ্যমে আইসিএমএলের নিজস্ব পোর্টফোলিওতে পাওয়ার জন্য আবেদন করে।

এর মাধ্যমে আইসিএমএল ২০১৫ সালের ১৪ মে তে করা কমিশনের আদেশ ২০০৯-১৯৩/১৬৯ লঙ্ঘন করেছে। এই কারণে প্রতিষ্ঠানটির করা ১৮ হাজার ৫৮২টি সাইফ পাওয়ারটেকের রাইট শেয়ার আবেদন বাতিলের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সতর্কপত্র ইস্যু করা হয়েছে।