২ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-২৪ ২৩:২০:০২
পুঁজিবাজারে তালিকাভূক্ত ২ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ড ২টি হলো-এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
এগুলো হলো- এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ফান্ড ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে।
এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড:
এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। বাজার মূল্যে ফান্ডটির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ২৪ পয়সা। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ আগস্ট।
সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড:
সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৪১ পয়সা। বাজার মূল্যে ফান্ডটির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ১৭ পয়সা। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ আগস্ট।