দেশে ব্যবসার তুলনায় ইন্স্যুরেন্স কোম্পানি বেশি- একে আজাদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৭-২৭ ০৯:৫১:০৭


বর্তমানে দেশের ব্যবসার যে অবস্থা, তাতে এতো ইন্স্যুরেন্স কোম্পানি ঠিক না বলে মনে করেন সোনার বাংলা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।
বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ১১টায় রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউশনে কোম্পানিটির ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা বলেন।
একে আজাদ বলেন, কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে, যারা সবসময় তাদের কমিশন বৃদ্ধি নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আমরা এই কমিশন বৃদ্ধির কাজটি কখনো করি না। মনিটরিং ব্যবস্থার মাধ্যমে কমিশন নিয়ে চিন্তা করি। যা সবার থেকে আলাদা।

সোনার বাংলা ইন্সুরেন্সের চেয়ারম্যান শেখ কবির হোসাইন বলেন, যে দেশের ইন্স্যুরেন্স খাত যত বেশি শক্তিশালী, সে দেশের অর্থনীতি তত সমৃদ্ধ। তাই আমরা বীমা খাতের উন্নয়নে কাজ করে যাব, যদি আপনারা সহযোগিতা করেন। আর আমাদের উপর কিছু অভিযোগ আছে, যে আমরা আমাদের গ্রাহকদের বীমা দাবী সঠিক সময় পূরণ করি না। কিন্তু এ অভিযোগ সর্ম্পুন্ন মিথ্যা ও বানোয়াট।

সাম্প্রতিক সময়ে কিছু ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ব্যবসা প্রসার করার জন্য বেশি কমিশন দিচ্ছে বলে এজিএমে জানান শেয়ারহোল্ডাররা। যার ফলে বাধাগ্রস্থ হচ্ছে ইন্সুরেন্স খাতের উন্নয়ন মূলক কর্মকান্ড। তবে এই কমিশন বাণিজ্য বন্ধ করা গেলে ইন্স্যুরেন্স খাতের গতি ফিরবে বলে মন্তব্য করেছেন কোম্পানিটির শেয়ারহোল্ডারগন।

এজিএমে কোম্পানিটির পর্ষদের ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানিটির চেয়ারম্যান শেখ কবির হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, পরিচালক মোতালেব হোসাইন, হারুন কামালসহ আরো অনেকে।