সপ্তাহজুড়ে ব্লকে ১৪৮ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-২৮ ১৫:০৬:৫৪
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩ কোটি ৭৯ লাখ ৮৭ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪৮ কোটি ৮৪ লাখ টাকা।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের। এই কোম্পানির ২ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ৪৫৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ২৭ লাখ টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। কোম্পানিটির মোট ১২ লাখ ১৪ হাজার ৮০০ শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ব্যাংক ৬ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৯৬ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কেডিএস এক্সেসরিজ, লিবরা ইনফিউশন, গ্রামীণফোন, কেপিসিএল, প্যারামাউন্ট টেক্সটাইল, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, এইচ আর টেক্সটাইল, স্যালভো কেমিক্যাল, বিডি অটোকার্স, প্যাসিফিক ডেনিমস, ইসলামী ব্যাংক, এনভয় টেক্সটাইল, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, রেনেটা, সায়হাম টেক্সটাইল, নাহি অ্যালুমিনিয়াম, অ্যাক্টিভ ফাইন, ফনিক্স ফাইন্যান্স, সিঙ্গারবিডি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, অ্যারামিট, কনফিডেন্স সিমেন্ট, স্কয়ার ফার্মা, বিএটিবিসি, ওয়ান ব্যাংক ও লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।