ইরানকে মোকাবেলায় ‘আরব ন্যাটো’ জোট গড়তে চায় যুক্তরাষ্ট্র
ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-২৯ ০৯:১৯:২০
সূত্রগুলো বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি এগিয়ে নেয়ার জন্য এরইমধ্যে এসব আরব দেশের সঙ্গে আলোচনা করেছেন। গত বছর সৌদি আরবে ট্রাম্পের সফরের সময় বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছিল যে, ওই সফরেই ট্রাম্প আরব বিশ্বের সুন্নি মুসলিম দেশগুলোকে নিয়ে আরব-ন্যাটো জোটের লক্ষ্য-উদ্দেশ্য পরিষ্কার করে তুলে ধরবেন।
শনিবার মার্কিন ও আরব কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে ওয়াশিংটনে একটি শীর্ষ সম্মেলন হবে এবং ওই সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এ পরিকল্পনা আবার তুলে ধরবেন।
হোয়াইট হাউজ বিষয়টি নিশ্চিত করে বলেছে, এ নিয়ে তারা কাজ করছে এবং সম্ভাব্য জোটের নাম হতে পারে ‘মিডল ইস্ট স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স’ বা মেসা।