ডিএসইতে লেনদেন ৫০০ কোটির ঘরে

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-২৯ ১৫:০৪:৫৩


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সাথে কমেছে লেনদেনও। আজ ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকার ঘরে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৫৭৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।
এর আগে গত ১৮ জুন ডিএসইতে ৪৮৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৫৭৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৭৮ কোটি ২৮ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৮৫৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৯৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৫ পয়েন্ট কমে ৫ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৪৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৭৮ পয়েন্টে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৬৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।