নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের তিন টেস্ট
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-০৭-৩১ ১১:৪৩:১৮
২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে কিউইদের বিপক্ষে খেলবে ৩ ম্যাচের টেস্ট সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই হবে টাইগারদের প্রথম তিন ম্যাচের টেস্ট সিরিজ। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের বার্ষিক সূচিতে নিশ্চিত করেছে টাইগারদের বিপক্ষে সিরিজটি।
সর্বশেষ ২০১৬-১৭ সালে নিউজিল্যান্ড সফর করে বাংলাদেশ। সেবার ২ টেস্টের সঙ্গে খেলে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ। এবারের তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি হবে ২৮ ফেব্রুয়ারি। সেডন পার্কে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট ৮ মার্চ। তৃতীয় ও শেষ টেস্টটি হবে ক্রাইস্টচার্চে ১৬ মার্চ।
বাংলাদেশ এর আগে মাত্র দুইবার তিন টেস্টের সিরিজ খেলেছে। প্রথমবার ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে। এরপর ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে তিন টেস্টের সিরিজ।
টেস্ট সিরিজের আগে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। ম্যাচগুলো হবে- ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি। প্রথম ওয়ানডে হবে ম্যাকলিন পার্কে। দ্বিতীয়টি ক্রাইস্টচার্চে। তৃতীয় ও শেষ ম্যাচ ওটাগো ওভালে।