মঙ্গলবার সারাদেশে হরতাল

আপডেট: ২০১৫-১১-০২ ১২:৫৭:২৩


014_89029দুর্বৃত্তদের হাতে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফীন দীপন নিহত এবং শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ।

রোববার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ হরতালের ডাক দেন। সেইসঙ্গে সোমবার সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে শোক পালনের কর্মসূচি ঘোষণা করেন।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায়  রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফীন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবুল কাসেম ফজলুল হকের ছেলে। এর আগে ওই দিনই বিকেলে ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

সানবিডি/ঢাকা/রাআ