সন্ত্রাসীদের নিরাপত্তা দিচ্ছে সরকার: আনু মুহাম্মদ

আপডেট: ২০১৫-১১-০১ ১৯:৩১:৪৮


ju ne_89030সরকার জনগণের নিরাপত্তা না দিলেও সন্ত্রাসীদের নিরাপত্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

রবিবার দুপুর ১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে ‘কবি-লেখক-চিন্তক’ এর ব্যানারে এক মানববন্ধন ও  প্রতিবাদী সমাবেশে তিনি এ কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, সরকার জনগণের নিরাপত্তা দিতে পারছে না বলেই বারবার মুক্তমনা লেখকদের খুন হতে হচ্ছে। অবিলম্বে তিনি খুনিদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে কবি মামুন অর রশিদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- কবি খালেদ হোসাইন, অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক শরিফ উদ্দিন, অধ্যাপক এএসএম আবু দায়েন, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লা ভূঁইয়া, অধ্যাপক শামীমা সুলতানা, মুহম্মদ নজরুল ইসলাম, স্বাধীন সেন, কবি হিমেল বরকত, নাজমুল হাসান তালুকদার, সৈয়দ মঈনুল আলম প্রমুখ।

অন্যদিকে একই দাবিতে মৌন মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। সকাল সাড়ে ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে মৌন মিছিল শুরু হয়ে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে অমর একুশের পাদদেশে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু বলেন, একের পর এক মুক্তমনা চিন্তাশীল লেখকদের হত্যা করা হলেও প্রশাসন নিরব। সরকার ও বিরোধী দল একে অপরের উপর দোষারোপ করতে ব্যস্ত থাকায় প্রকৃত খুনিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সানবিডি/ঢাকা/রাআ