খিলক্ষেতে ইসলামী ব্যাংকের ‘সেবাঘর’ উদ্বোধন
ডেস্ক আপডেট: ২০১৮-০৮-০৯ ০১:২০:০৬
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৪৫তম ‘সেবাঘর’ ৬ আগস্ট ২০১৮ সোমবার ঢাকার খিলক্ষেত বাজারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ সেবাঘর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান মো: আমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. জুবায়ের আজম হেলালী, স্থানীয় ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোস্তফা মিয়া, সমাজ সেবক শামসুল হক মাতব্বরসহ অন্যান্য পেশাজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সেবাঘরে বিভিন্ন ধরনের হিসাব খোলা, হিসাব তথ্য হালনাগাদ, হিসাব স্থিতি, এটিএম হতে টাকা উত্তোলন, আইডিএম-এ নগদ টাকা জমা, চেক/পে-অর্ডার জমা নেয়া, ইউটিলিটি বিল পরিশোধ, ইন্টারনেট ব্যাংকিং ও বিনিয়োগ সংক্রান্ত তথ্যসেবা পাওয়া যাবে।