বিএসটিআইতে জাতীয় শোক দিবস পালিত

ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-১৭ ১০:১৫:১০


গভীর শোক ও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর উদ্যোগে জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বুধবার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বিএসটিআইতে কোরআন খতম, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) জনাব মোঃ খলিলুর রহমান, পরিচালক (মেট্রোলজি) জনাব মোঃ আনোয়ার হোসেন মোল্লা, পরিচালক (সিএম) প্রকৌঃ এসএম ইসহাক আলী, পরিচালক (পদার্থ) বেগম শামীম আরা, পরিচালক (রসায়ন) জনাব পঙ্কজ কুমার কুন্ডু, পরিচালক (মান) জনাব তাহের জামিলসহ প্রতিষ্ঠানের সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পূর্বে বিএসটিআই’র মহাপরিচালক জনাব সরদার আবুল কালাম-এর নেতৃত্বে বিএসটিআই’র উর্ধ্বতন কর্মকর্তাগণ বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট এ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় দোয়া পরিচালনা করেন বনানী চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল হামিদ। দোয়া অনুষ্ঠানে বনানী চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের কোরানে হাফেজরা অংশ নেন।