জেএসসি-জেডিসির কালকের পরীক্ষা সকালে নয়, দুপুরে

প্রকাশ: ২০১৫-১১-০২ ১৭:১২:০৮


JSCঅনিবার্য কারণ দেখিয়ে আগামীকালের জেএসসি ও জেডিসি পরীক্ষার সময়ে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার সকাল ১০টার পরিবর্তে এ পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময় পরিবর্তনের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জাগৃতি প্রকাশনের মালিক ও প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল গণজাগরণ মঞ্চের আাধাবেলা হরতালের কর্মসূচি রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল (৩ নভেম্বর, মঙ্গলবার) সকাল ১০টা থেকে অনুষ্ঠিতব্য জেএসসির ইংরেজি ১ম পত্র এবং জেডিসির বাংলা ১ম পত্রের পরীক্ষা অনিবার্য কারণবশত আগামীকাল বিকেল ২টা থেকে অনুষ্ঠিত হবে।