এক টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৫

আপডেট: ২০১৫-১১-০২ ১৮:৩৬:১৩


sylet_89153সিলেটে মাত্র ১টাকার লেনদেনের জন্য রক্তাক্ত হতে হলো পাঁচজনকে। গুরুতর আহত দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলার যোগীরগাঁওয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যোগীরগাঁও এলাকায় রহমত আলীর দোকানে সিগারেট কিনতে গিয়ে এক টাকা বাকি চান একই এলাকার মুসলিম আলী। এ নিয়ে দু’জন তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দোকানি রহমত আলী লাঠি দিয়ে মুসলিম আলীর মাথায় আঘাত করেন। পরে মুসলিম আলীর স্বজনরা সংঘর্ষে জড়ালে তার ভাই রুমেল আহমদ, রহমত আলী ও তার ভাই মোহাম্মদ আলীসহ পাঁচজন আহত হন।

আহতদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, সংঘর্ষের ঘটনার খবর পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সানবিডি/ঢাকা/রাঅা