ওডিআই থেকে টেস্ট পছন্দ তামিমের

আপডেট: ২০১৫-১১-০২ ১৮:৪৯:৫৯


tamim news limon_89186সামনে বাংলাদেশের অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পর বিপিএল টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের খেলোয়াড়রা। তারপর আগামী ফেব্রুয়ারি-মার্চে অপেক্ষা করছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সুতরাং, টি-টোয়েন্টিতে বাংলাদেশি খেলোয়াড়দের নিজেদের ঝালাই করে নেয়ার এটিই বড় সুযোগ। তবে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বলেছেন, এটি খেলোয়াড়দের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে।

তিনি বলেছেন, আমরা টি-টোয়েন্টি ক্রিকেটের চেয়ে টেস্ট ক্রিকেট ভালো খেলি। আমরা এই ফরম্যাটের ক্রিকেট খেলতে অভ্যস্ত না। যখন এই ফরম্যাট প্রথম এসেছিলো তখন আমি ভেবেছিলাম, আমি এই ভার্সনে সেরা পারফর্মার হব। কিন্তু সেটি হয়নি। কারণ, আমরা এই ফরম্যাটের বেশি ম্যাচ পাই না। আরেকটি কারণ হচ্ছে, আমি টি-টোয়েন্টি ক্রিকেট খেলা উপভোগ করি না।

তামিম ইকবাল মনে করেন, টেস্ট ক্রিকেটই সেরা। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা দল হওয়ার চেয়ে টেস্ট ক্রিকেটে সেরা তিনের মধ্যে থাকাই গর্বের।

তিনি বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা বিরাট ব্যাপার। আমি বিশ্বাস করি, বাংলাদেশ নিকট ভবিষ্যতে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে। কিন্তু আমি টি-টোয়েন্টি ও ওডিআই ক্রিকেট থেকে সর্বদা টেস্ট ক্রিকেট পছন্দ করব।

তবে, টি-টোয়েন্টি ক্রিকেটের গুরুত্ব স্বীকার করেছেন তামিম ইকবাল। তিনি বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে প্রচুর দর্শক আছে। ঘরোয়া প্রথম শ্রেণীর টুর্নামেন্টের চেয়ে বিপিএলের মত টুর্নামেন্ট বেশি মিডিয়ার আকর্ষণ পায়। সুতরাং, এখন আপনার নিজেকে প্রমাণ করার জন্য এটি বড় একটি প্লাটফর্ম। আপনি প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি করলে বেশিরভাগ লোকই জানবে না। কিন্তু বিপিএলে ভালো খেললে আপনি রাতারাতি সুপারস্টার হয়ে যাবেন। একই সময়ে আপনি টাকা উপার্জনের বিষয়টিকেও বাদ দিতে পারেন না।

সানবিডি/ঢাকা/রাআ