বিপিএলে আত্মবিশ্বাসী শাহরিয়ার নাফিস
আপডেট: ২০১৫-১১-০২ ১৯:৫৩:০৯
বগুড়ায় চলতি জাতীয় ক্রিকেট লীগের ষষ্ঠ ও ফাইনাল রাউন্ডের খেলায় চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ১৬৮ রানের ইনিংস খেলেছেন শাহরিয়ার নাফিস। এর আগে গত মে মাসে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিসিএল) এর খেলায় সেঞ্চুরি করেছিলেন তিনি। নিজের বর্তমান পারফরম্যান্সে শাহরিয়ার নাফিস খুব খুশি।
শাহরিয়ার নাফিস বলেছেন, সাম্প্রতিক সময়ে নিয়মিত রান পাচ্ছি। কয়েকবার সেঞ্চুরির কাছাকাছি গিয়েছি। কিন্তু ভাগ্য আমার সহায় হয়নি। অবশেষে আমি এটি করেছি। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে আমার আরও একটি সেঞ্চুরি যোগ হলো। এই ইনিংস খেলতে পেরে আমার খুব ভালো লাগছে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শাহরিয়ার নাফিসের একটি রেকর্ড আছে। আশা করা হচ্ছে, এটি দীর্ঘদিন তার দখলে থাকবে। গত আসরে তিনি লু ভিনসেন্টের সঙ্গে ওপেনিং জুটিতে অপরাজিত ১৯৭ রান করেছিলেন। খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে তিনি ওই ম্যাচে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন। বিপিএলের তৃতীয় আসরে তিনি বরিশাল বুলসের হয়ে খেলবেন। এবার তার লক্ষ্য যত বেশি সম্ভব রান সংগ্রহ করা।
সানবিডি/ঢাকা/রাআ