জাককানইবি ছাত্রলীগের শোকর‌্যালী ও আলোচনাসভা

প্রকাশ: ২০১৫-১১-০৩ ১৭:২৩:১৫


JKKNIU11আজ ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখাকর্তৃক এক বিশাল শোকর‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।

 বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়েশুরুহয় জেলহত্যাদিবসেরকার্যক্রম।

 মঙ্গলবা বেলা ১১টায় ট্রেজারার এর নেতৃত্বেএক বিশাল শোকর‌্যালী বের করা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটারিয়া চক্রবাক থেকে।

 এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার,সহ সভাপতি কাজল সরকার, সাংগাঠনিক সম্পাদক আরাফাতসানি, দোলন চাঁপা হলের সভাপতি সুমাইয়া শিমু, সোহেল রানা নাইম প্রমুখ।