মাশরাফিকে অধিনায়ক করে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা
প্রকাশ: ২০১৫-১১-০৩ ১৯:১১:৪৬
তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে সোমবার ঢাকায় এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৭ নভেম্বর প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। তার আগে বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এই ম্যাচকে সামনে রেখে ১৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। মাশরাফিকে করা হয়েছে প্রস্তুতি ম্যাচের অধিনায়ক। এই দলে আরো রয়েছেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফীস ও মুশফিকুর রহিম। নতুন মুখ হিসেবে আছেন দেলোয়ার হোসেন ও তৌহিদুল ইসলাম রাসেল।
প্রস্তুতি ম্যাচের স্কোয়াড :
১. ইমরুল কায়েস
২. এনামুল হক বিজয়
৩. লিটন কুমার দাস
৪. শাহরিয়ার নাফীস
৫. মুশফিকুর রহিম
৬. সাব্বির রহমান
৭. মাশরাফি বিন মর্তুজা
৮. মেহেদী মারুফ
৯. জুবায়ের হোসেন
১০. সানজামুল ইসলাম
১১. দেলোয়ার হোসেন
১২. শফিউল ইসলাম
১৩. তৌহিদুল ইসলাম রাসেল।