প্লেয়ারদের হটিয়ে মাঠ কাঁপালো বাঁদর দল!
আপডেট: ২০১৫-১১-০৩ ২০:০৬:৫৯
ফুটবলার, রেফারিদের তাড়িয়ে ফুটবল মাঠের দখল নিয়েছে নিল একদল বাঁদর। এমন আজব ঘটনাটা ঘটেছে কলকাতার খড়দহে। সোমবার খড়দহ স্টেডিয়ামে কলকাতা লিগের প্রিমিয়ার-‘বি’-র ম্যাচে ইউনাইটেড স্পোর্টস মুখোমুখি হয়েছিল রেলওয়ে এফসি-র। ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে হঠাৎ করেই অনাহুত অতিথির মতো মাঠে হাজির হয় গোটা চারেক বাঁদর।
তারা প্রথমেই তাড়া করে লাইন্সম্যানকে। এর পর রেফারি, ফুটবলারদের। পরিস্থিতি বেগতিক দেখে আয়োজক, উদ্যোক্তা, আইএফএ-র কর্তা সবাই মিলে বাঁদর তাড়াতে মাঠে নামেন। কলা খাইয়ে তাদের শান্ত করে, কোনও মতে মাঠ থেকে বের করে দেওয়া হয়। কিন্তু খেলা শুরুর দেড় মিনিটের মধ্যেই আবার হাজির তারা। এ বার বাঁদর তাড়াতে গিয়ে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হয় আয়োজকদের। আগুন জ্বেলে ভয় দেখিয়ে কোনও ক্রমে মাঠ থেকে বের করে, দ্বিতীয় বার ম্যাচ শুরু করা হয়।
সূত্র: আনন্দবাজার
সানবিডি/ঢাকা/রাআ