ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় কমেছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-০১ ১১:৩৩:০৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় কমেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র জানায়, কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই, ২০১৮-সেপ্টেম্বর,২০১৮) ২৫ কোটি ৮৬ লাখ টাকার প্রিমিয়াম আয় কমেছে। আগের বছর একই সময় ছিল ৩৪ কোটি ১০ লাখ টাকা।
এদিকে ৯ মাসে (জানুয়ারি,১৮-সেপ্টেম্বর,১৮) কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ১৯ কোটি ৪৫ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৭১ কোটি ৩১ লাখ টাকা।
আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছিল ২৫ কোটি ৭৯ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ৩ হাজার ২০৯ কোটি ৮৪ লাখ টাকা।