কালিহাতীতে সড়ক দুর্ঘনায় নিহত ৩
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১১-০৯ ১০:৪৭:৫৮
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অটোরিকশা চালক সবুর মিয়া রয়েছেন।
তিনি ভূয়াপুর উপজেলার সারপলশিয়া গ্রামের আক্তার আলীর ছেলে। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দিলে এ দুর্ঘনা ঘটে। নিহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।