উৎসব মুখর পরিবেশে চলছে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-১১ ১১:৫৬:০৬


উৎসব মুখর পরিবেশে একাদশ জাতীয় নির্বাচনে ৩০০ এলাকায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করণে লক্ষ্যে টানা তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি এবং জমা নেওয়া শুরু হয়েছে।

ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সকাল ৯টায় মনোনয়ন ফরম জমা এবং ১০টায় ফরম বিক্রি শুরু হয়৷

তৃতীয় দিনে এসে মনোনয়ন ফরম বিক্রি চেয়ে জমা দেওয়ার হার বেশি।

দেশের বিভিন্ন নির্বাচনী আসন থেকে প্রার্থীর সঙ্গে সমর্থনকারী নেতাকর্মীরা বাসে করে সকাল থেকেই ধানমন্ডিতে থেকে আসতে শুরু করে।

গত দুই দিনে মোট মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২ হাজার ৬৬১ জন মনোনয়ন প্রত্যাশী। সেই সঙ্গে জমা পড়ে ৬৪০টি মনোনয়ন ফরম।

এর আগে গত শুক্রবার ফরম বিক্রি শুরু হয়। ওই দিন সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুটি মনোনয়ন ফরম কিনে এই কর্মসূচির উদ্বোধন করেন।

আট বিভাগের জন্য আটটি ভিন্ন ভিন্ন বুথ থেকে মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে। প্রতিটি ফরমের মূল্য রাখা হচ্ছে ৩০ হাজার টাকা।