গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব ওয়ানগালা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-১২ ১০:০১:৪৫


আদিবাসীদের মধ্যে অন্যতম বৃহৎ একটি সম্প্রদায় গারো। রোববার ছিল তাদের সবচেয়ে বড় উৎসব ‘ওয়ানগালা’। ওয়ানগালা হচ্ছে গারোদের নবান্ন উৎসব। বিভিন্ন পাহাড়ের পাদদেশে বা বনভূমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গারোরা এই দিনটি পালন করে থাকে।
এবারের উৎসব পালিত হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া (গারো লাইন) চা বাগান মাঠে শ্রীচুক গারো যুব সংগঠনের আয়োজনে। এতে অংশ নেয় মৌলভীবাজার ও হবিগঞ্জের গারো সম্প্রদায়।
উৎসব উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে ওয়ানগালার মূল প্রবন্ধ পাঠ, আলোচনা এবং স্বাগত বক্তব্য দেয়া হয়। এ সময় বিভিন্ন খ্রিস্টান ধর্মযাজকরা উপস্থিত ছিলেন। পরে ওয়ানগালার নাগড়া, আদুরী, দামা ও মোমবাতি প্রজ্জ্বলন এবং সর্বশেষ গারোদের নিজস্ব কৃষ্টির সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়ানগালা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গারো পাহাড়ি এলাকায় একসময় জুম চাষ হতো এবং বছরে মাত্র একটি ফসল হতো। তখন ওই জুম বা ধান ঘরে ওঠানোর সময় গারোদের শস্যদেবতা ‘মিসি সালজংকে’ উৎসর্গ করে এ উৎসবের আয়োজন করা হতো।
মূলত গারোরা ছিলো প্রকৃতিপূজারী। কিন্তু কালের পরিক্রমায় গারোরা ধীরে ধীরে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পর তাদের ঐতিহ্যবাহী সামাজিক প্রথাটি এখন ধর্মীয় ও সামাজিকভাবে একত্রে পালন করা হয়।