শরীয়তপুর-১ হতে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন তাহমিনা আওরঙ্গ ও কালু
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১১-১৩ ২২:০১:৫৯
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির হয়ে শরীয়তপুর-১ আসন হতে নির্বাচনে লড়তে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির দুই নেতা। এরা হলেন- শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি নাসির উদ্দিন কালু, সাবেক এমপি কেএম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেবের সহধর্মীনি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট তাহসিনা আওরঙ্গ।
মঙ্গলবার দলীয় মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় হতে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন এ দুই নেতা।