মিথুন-মাহমুদুল্লাহর ব্যাটিং ঝড়ে বড় লিডের পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-১৪ ১৩:৫০:১০


ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অভিষিক্ত হয়েছেন ২০১৪ সালে। খেলে ফেলেছেন ১২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি। প্রথম দিকে দলে জায়গা পাকা না হলেও এশিয়া কাপে রান করে দলে  নিজেকে পাকাপোক্ত করছেন মোহাম্মদ মিথুন। জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে। সিলেটে প্রথম টেস্টে একাদশে জায়গা না পেলেও ঢাকায় দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছেন তিনি।

ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছেন এই ডানহাতি।

ঢাকা টেস্টের চতুর্থদিনে জিম্বাবুয়েকে ফলোঅন না করিয়ে ব্যাট করতে নেমে প্রাথমিক বিপর্যয়ে পড়ে টাইগাররা। ২৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেই বিপদকে সামলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট অর্ধশতক। ৬৭ রান করে সিকান্দার রাজার বলে আউট হন মিথুন।

পাশাপাশি অর্ধশতক তুলে নিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনের ১১৮ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান। মিথুনের আউটের পর মাহমুদুল্লাহকে কিছু সময় সঙ্গ দেন আরিফুল। কিন্তু তিনি ৫ রানে আউট হলে এখন অধিনায়ককে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত ৩৭০ রানে এগিয়ে আছে টাইগাররা।