এপেক্সের সুনাম নষ্ট করছে  অসাধু ব্যবসায়িরা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-১৪ ১৭:০৯:২৫


বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী এপেক্স ফুটওয়্যারের ব্র্যান্ড নকল করে পণ্য বিক্রি করছে বলে জানিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।। এতে করে কোম্পানির সুনাম নষ্ট হচ্ছে। এমতাবস্থায় সবাইকে এপেক্সের নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে পণ্য কেনার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশন, শ্যূটিং কমপ্লেক্সে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা বলেন।

সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, বিশ্ব রপ্তানী বাজার অত্যান্ত চ্যালেঞ্জিং অবস্থায় থাকা সত্ত্বেও এপেক্স ফুটওয়্যারের ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে। জুতার নকশায় পরিবর্তন ও মান উন্নয়ন, বাজার ধরে রাখার তীব্র প্রচেষ্টা, সামর্থের পূর্ণাঙ্গ ব্যবহার ও পণ্যের মান উন্নয়ন, কমপ্লায়েন্স এবং সেবার স্তর ধরে রাখার মাধ্যমে মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, অনলাইন বিক্রয়ের প্রাধন্যতা, পাশাপাশি বিশ্ব রাজনৈতিক অস্থিরতা এবং বাণিজ্যে অধিক রক্ষণশীলতা জুতা শিল্পের প্রসারের ক্ষেত্রে ঝুঁকির কারণ হয়ে দাড়িঁয়েছে।

বাংলাদেশে চামড়া, চামড়াজাত পণ্য ও জুতা শিল্প ইতোমধ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানী খাতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন নাসিম মঞ্জুর। যাতে গত অর্থবছরে এ শিল্প থেকে রপ্তানি আয় হয়েছিল প্রায় ১.৫০ বিলিয়ন মার্কিন ডলার। একইসঙ্গে উল্লেখযোগ্য হারে মূল্য সংযোজন ও কর্মসংস্থানের সুযোগ হয়েছে এই শিল্পে।

এপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদের উদ্দেশ্যে শেয়ারহোল্ডাররা বলেন, আপনারা যে লভ্যাংশ দিয়েছেন, তা সন্তোষজনক। এসময় আগামীতে নগদ লভ্যাংশের পাশাপাশি কিছু বোনাস লভ্যাংশ দেওয়ার অনুরোধ করেন।

এজিএমে কোম্পানিটির পর্ষদের ঘোষিত ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া এজিএমে আরো পাঁচটি আলোচ্যসূচি (এজেন্ডা) অনুমোদিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানিটির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, পরিচালক মনিজি মঞ্জুর, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ ফারাসউদ্দিনসহ আরো অনেকে।