পিএসজিকে হারিয়ে শেষ ষোলতে রিয়াল

প্রকাশ: ২০১৫-১১-০৪ ১৩:৫২:৪৯


Rialমঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) মধ্যকার লড়াইয়ে দুটি সত্য প্রমাণিত হয়েছে। এক, অর্থ সসবসময় সফলতা বয়ে আনতে পারে না। দুই, ভালো খেলা দলটি সবসময় জয় পায় না। যে কারণে ম্যাচে আধিপত্য বিস্তার করা সত্ত্বেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় লেগে রিয়ালের কাছে ১-০ গোলে হেরে যায় পিএসজি।

মঙ্গলবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফার্নান্দো নাচোর একমাত্র গোলে পিএসজিকে ১-০ গোলে পরাজিত করে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে শেষ ষোল নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

৩০ মিনিটের সময় মার্সেলোর বদলি হিসেবে মাঠে নামেন ফার্নান্দো নাচো। মাঠে নামার পাঁচ মিনিটের মাথায় সান্তিয়াগো বার্নাব্যুর স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান নাচো। টনি ক্রসের শট রুখতে গিয়ে গোলপোস্ট ছেড়ে এগিয়ে আসেন পিএসজি গোলরক্ষক কেভিন ট্রাপ। ট্রাপের আগেই বল পৌঁছে যায় বিপদসীমায় দাঁড়িয়ে থাকা নাচোর কাছে। দুর্দান্ত এক ভলিতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা ট্রাম্পকে বোকা বানিয়ে গোল করে দলকে এগিয়ে নেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করা পিএসজি অল্প সময়ের মধ্যেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। পিছিয়ে পড়ার কিছুক্ষণ পর আদ্রিয়ান র‌্যাবোট গোল করে পিএসজিকে সমতায় ফেরানোর সুযোগ পেলেন। তবে দুর্ভাগ্য সফরকারী শিবিরের। র‌্যাবোটের অসাধারণ ভলি পোস্টে লেগে বাধাপ্রাপ্ত হলে ফরাসি চ্যাম্পিয়নদের হতাশ হতে হয়।

পিএসজির হয়ে গোল করার সুযোগ পেয়েছিলেন জাতান ইব্রাহিমোভিচ, এডিনসন কাভানি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে গোল করতে ব্যর্থ হন তারা। বিশেষ করে ম্যাচের শেষ দিকে ডি মারিয়া তার সাবেক ক্লাবের বিপক্ষে দারুণ এক গোল করার সুযোগ পেয়েছিলেন। তবে বার ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। ফলে চ্যাম্পিয়ন্স লিগে টানা চার ম্যাচ ‘ক্লিনশিট’ রাখতে সক্ষম হলেন কেইলর নাভাস।

ঘরের মাঠে ১-০ ব্যবধানের জয় দিয়ে দারুণ রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। টানা অপরাজিত থাকার রেকর্ডে বার্সেলোনার সঙ্গী হলো রাফায়েল বেনিতেজের দল।