ঢাবির ‘ক’ ইউনিটে পাসের হার ২০.৭৫
প্রকাশ: ২০১৫-১১-০৪ ১৫:৪২:০৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
এবার ঢাবির ‘ক’ ইউনিটে পাসের হার ২০ দশমিক ৭৫ শতাংশ। মোট পাস করেছে ১৩ হাজার ৩৮০ জন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মোবাইল ফোনের মাধ্যমেও ফল জানা যাবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ভর্তির ওয়েব সাইট থেকে (admission.eis.du.ac.bd) ফল জানা যাবে।
এ ছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে DU<>Ga<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
গত ৩০ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ৬৬০টি আসনের জন্য পরীক্ষায় অংশ নেয় ৭১ হাজার ৩৫০ জন ছাত্র-ছাত্রী।