সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-১৭ ১৬:০৭:৪৪
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) দর (রিটার্নে) বেড়েছে ১২ খাতে। অন্যদিকে দর কমেছে ৮ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে জুট খাতে। এ খাতে দর বেড়েছে ১৪.৭২ শতাংশ। এরপরেই রয়েছে বিদ্যুৎ ও জ্বালানী খাত। বিদায়ী সপ্তাহে এ খাতে দর বেড়েছে ৩.৬৮ শতাংশ।
এছাড়া ব্যাংক খাতে বেড়েছে ০.১৮ শতাংশ, খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ০.৫৯ শতাংশ, আইটি খাতে ০.৩৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.১৬ শতাংশ, ওষুধ খাতে ০.৪২ শতাংশ এবং চামড়া খাতে ১.১২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
অন্যদিকে বিদায়ী সপ্তাহে সবচেয় বেশি শেয়ার দর কমেছে সেবা ও আবাসন খাত। এ খাতে দর কমেছে ৩.৮৭ শতাংশ। এরপরেই রয়েছে আর্থিক খাত। এ খাতে দর কমেছে ৩.৮৫ শতাংশ।
এছাড়া সিমেন্ট খাতে ০.০৯ শতাংশ, সিরামিক খাতে ১ শতাংশ, প্রকৌশল খাতে ১.০৫ শতাংশ, সাধারণ ইন্স্যুরেন্স খাতে ০.৫২ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৩.৩৪ শতাংশ, বিবিধ খাতে ০.৫৭ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ২.৯০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৪০ শতাংশ এবং বস্ত্র খাতে ১.৫২ শতাংশ শেয়ার দর কমেছে।