নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায়
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-১৯ ১১:৩৯:১৭
মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে গতকাল রবিবার বিকালে ঢাকায় এসে পৌঁছেছেন আর্ল রবার্ট মিলার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস অনুবিভাগের মহাপরিচালক এবং মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ সরকার ও দূতাবাসের কর্মকর্তারা তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
ঢাকায় আসার আগেই প্রথা অনুযায়ী গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তার শপথ হয়েছে। দায়িত্ব নেওয়ার জন্য শিগগিরই রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করবেন মিলার। এরপরই রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করবেন। এর আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন মার্শা বার্নিকাট।
রাষ্ট্রদূত জিয়াউদ্দিন, ড্যান মজীনা ও মার্শা বার্নিকাট বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল মিলারকে অভিনন্দন জানান ও তার সফলতা প্রত্যাশা করেন।