প্রেমিকা সুস্মিতা সেনের জন্মদিনে প্রেমিকের উচ্ছ্বাস!

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-১৯ ১৫:৪৭:২০


বলিউড তারকা সুস্মিতা সেনের আজ জন্মদিন। ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন কিছুদিন আগে জানিয়েছেন, বিয়ে নয়, এখনো প্রেম করেই বেড়াচ্ছেন। প্রেমের মাঝেই তিনি খুঁজে পেয়েছেন আনন্দ। তার মানে ২৭ বছর বয়সের র‌্যাম্প মডেল রোহমান শলের সঙ্গে ৪৩ বছরের সুস্মিতা সেনের প্রেম বেশ জমে গেছে। তাঁদের বিয়ে নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। কিন্তু সুস্মিতা সেন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বিয়ে নয়, রোমান্স করছি।’ আরও লিখেছেন, ‘সবাই ভাবছে আমি বিয়ে করছি। আপনারা জেনে রাখুন, আমি এখন শরীরচর্চা নিয়ে ব্যস্ত। যা শুনছেন, তা গুজব। পুরোটাই মিথ্যা।’
এদিকে প্রেমিকা সুস্মিতা সেনের জন্মদিনকে ঘিরে উচ্ছ্বাসের শেষ নেই রোহমান শলের। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এরই মধ্যে সুস্মিতা সেনের জন্মদিনের কাউন্টডাউন শুরু করেছেন নতুন প্রেমিক। ইনস্টাগ্রামে সুস্মিতা সেনের একটি ছবি দিয়ে ক্যাপশনে রোহমান শল লিখেছেন, ‘আর মাত্র দুই দিন!’ আর আজ জন্মদিনে সুস্মিতা সেনের সঙ্গে তাঁর একটি ঘনিষ্ঠ ছবি দিয়ে লিখেছেন, ‘দেখো, আজ কার জন্মদিন! হ্যাপি বার্থডে আমার জান। আমি বেশি কথা বলতে পারি না, তাই অল্প কথার মধ্যে সেরাটুকু বেছে নিই। আজ তোমার জীবনের গুরুত্বপূর্ণ দিন। তাই যাতে এই দিনটা খুব ভালোভাবে কাটানো যায়, এসো সেই চেষ্টা করি। তোমার আগামী বছরটা খুব ভালো কাটুক। আই লাভ ইউ ফরএভার।’ জানা গেছে, আজ জন্মদিনে প্রেমিক রোহমান শলের কাছ থেকেই প্রথম শুভেচ্ছাবার্তা পেয়েছেন সুস্মিতা সেন।
রোহমান শলের তোলা ছবিটি ইনস্টাগ্রামে দিয়ে সুস্মিতা সেন লিখেছেন, ‘আমি শুভেচ্ছাপ্রত্যাশী!’
রোহমান শলের তোলা ছবিটি ইনস্টাগ্রামে দিয়ে সুস্মিতা সেন লিখেছেন, ‘আমি শুভেচ্ছাপ্রত্যাশী!’
এদিকে সুস্মিতা সেন জন্মদিনের আগে মুম্বাই বিমানবন্দরে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে জানিয়েছেন, তিনি দুবাই যাচ্ছেন। তাতে লিখেছেন, ‘সময় কীভাবে সময় চলে যায়! জন্মদিন কাটাতে মায়ের সঙ্গে দুবাই যাচ্ছি।’ এ ছাড়া রোহমান শলের তোলা আরেকটি ছবি দিয়ে সুস্মিতা সেন লিখেছেন, ‘আমি শুভেচ্ছাপ্রত্যাশী!’
ডিএনএ জানিয়েছে, এরই মধ্যে সুস্মিতা সেনকে বিয়ের ব্যাপারে প্রস্তাব দিয়েছেন রোহমান শল। সুস্মিতা সেন তা গ্রহণ করেছেন। তাঁরা বিয়ের আলোচনাও সেরে ফেলেছেন। এরপর তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গেছে বলিউড তারকা শিল্পা শেঠি আর চলচ্চিত্র নির্মাতা প্রদীপ গুহর বাসায় দেওয়ালি পার্টিতে।
দেওয়ালি উপলক্ষে সুস্মিতা সেন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ছবিতে নিজের বাসায় দুই মেয়ে রেনি ও আলিশা আর প্রেমিক রোহমান শলের সঙ্গে সুস্মিতা সেনকে সময় কাটাতে দেখা গেছে। দুই মেয়ের সামনেই রোহমান শলের গায়ে ঠেস দিয়ে বসেন সুস্মিতা সেন। সামনে মায়ের গায়ে ঠেস দিয়ে বসে রেনি আর ওপাশে আলিশা। আরেকটি ছবিতে এই আড্ডার মাঝেই আলিশাকে আদর করতে দেখা গেছে সুস্মিতা সেনকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দুগ্গা দুগ্গা’।
সুস্মিতা সেন জন্মদিনের আগে মুম্বাই বিমানবন্দরে তোলা ছবিটি ইনস্টাগ্রামে দিয়ে জানিয়েছেন, তিনি দুবাই যাচ্ছেন
সুস্মিতা সেন জন্মদিনের আগে মুম্বাই বিমানবন্দরে তোলা ছবিটি ইনস্টাগ্রামে দিয়ে জানিয়েছেন, তিনি দুবাই যাচ্ছেন
গত ২৫ অক্টোবর ইনস্টাগ্রামে সুস্মিতা সেন একটি ছবি পোস্ট করেন। এই ছবিতে দেখা গেছে, বন্ধুদের সঙ্গে সুস্মিতা সেন ও রোহমান শল আগ্রায় তাজমহল দেখতে যান। ছবির সঙ্গে হ্যাশট্যাগে তিনি ‘ফ্রেন্ডস, টিম, দ্য লাভ অব লাইফ’ শব্দগুলো ব্যবহার করেন।
মাত্র ২৫ বছর বয়সে বিয়ে না করে ২০০০ সালে কন্যাসন্তান রেনিকে দত্তক নিয়ে সবাইকে চমকে দেন সুস্মিতা সেন। পরে ২০১০ সালে তিনি আলিশাকে দত্তক নেন। তাঁর প্রেমিকের সংখ্যা কম নয়। তিনি যাঁদের সঙ্গে প্রেম করেছেন, তাঁদের মধ্যে আছেন ঋতিক ভাসিন, বিক্রম ভাট, রণদীপ হুদা, ওয়াসিম আকরাম, মুদাসসর আজিজ, ইমতিয়াজ খত্রী, মানব মেনন, সঞ্জয় নারঙ্গ, সাবির ভাটিয়া। সর্বশেষ বান্টি সচদেবের সঙ্গে সুস্মিতার প্রেমের অভিজ্ঞতা ছিল একবারেই খারাপ। বান্টি একদিকে সুস্মিতা সেন অন্যদিকে দিয়া মির্জা আর নেহা ধুপিয়ার সঙ্গে প্রেম করতেন। এ কারণেই বান্টির সঙ্গে সুস্মিতার সম্পর্ক ভেঙে যায়।