অস্বাস্থ্যকর খাবার রাখার কারনে লাখ টাকা জরিমানা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-১৯ ২০:২৯:৩৬


ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্নাকরা খাবার ও করলা ভাজিতে শিং ও টেংরা মাছের উচ্ছিষ্ট কাঁটা পাওয়ায় নিউ নবান্ন রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এ সময় ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস উপস্থিত ছিলেন। আর অভিযানে সার্বিক সহায়তা করে এপিবিএন -১ এর সদস্যরা।
আব্দুল জব্বার মণ্ডল জানান, কারওয়ান বাজারের নিউ নবান্ন রেস্টুরেন্টে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করছে। এ অভিযোগে রেস্টুরেন্টটিতে গিয়ে দেখা যায়, ফ্রিজে রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাছ ও মাংস রেখেছে। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া তাদের রান্না করা করলা ভাজিতে শিং ও টেংরা মাছের উচ্ছিষ্ট কাঁটা পাওয়া গেছে। এছাড়া অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে রান্না করছে প্রতিষ্ঠানটি। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় নিউ নবান্ন রেস্টুরেন্টেকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যৎতে এ ধরনের অপরাধ করলে আইন অনুযায়ী আরও কঠোর শাস্তি দেয়া হবে।