শেষ রক্ষা পেলেন না ইমরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-২২ ১২:০০:০৪


দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ  বৃহস্পতিবার চট্টগ্রামে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক সাকিব আল হাসান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ওভারেই আউট হয়ে ফিরতে হয় সৌম্য সরকারকে। কিমার রোচের বলে উইকেটকিপার শেন ডওরিচের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন বাম-হাতি এই ব্যাটসম্যান।

ম্যাচের পঞ্চম ওভারের চতুর্থ বলে রোচের বলে ক্যাচ তুলে দেন ইমরুল কায়েস। যদিও সেকেন্ড স্লিপে থাকা স্টন চেজ ক্যাচটি ছেড়ে দেন।

অন্যদিকে তিন নম্বরে নেমে রানার চাকা সচল রাখেন মুমিনুল হক। ১৩ ওভারে স্পিনার জোমেল ওয়ারিকেনের হাতে বল তুলে দেন সফরকারী অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ওভারের দ্বিতীয় বলে ইমরুল ডিপ স্কয়ার লেগে বাজে শট খেলেন। ক্যাচটি লুফে নেন দায়িত্বে থাকা ফিল্ডার। যদিও ‘নো বল হওয়ায় এই যাত্রায় টিকে যান ইমরুল।

২৪ তম ওভারে ক্যারিয়ারের ১৩তম ফিফটি তুলে নেন মুমিনুল। ইমরুল-মুমিনুল মিলে গড়েন ১০৪ রানের জুটি। ২৭তম ওভারে বল করছিলেন ওয়ারিকেন। ওভারের চতুর্থ বলে চার মারেন ইমরুল। কথায় আছে, ‘দানে দানে তিন দান’। এই যাত্রায় আর রক্ষা পেলেন না। পরের বলেই শর্ট লেগে থাকা সুনীল আমব্রিসের হাতে সহজ ক্যাচ তুলে দেন বাম-হাতি এই ওপেনার। ৮৭ বলে ৪৪ রান করে ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান ফেরেন।

দায়িত্বরত আম্পায়াররা দু্ই দলকে লাঞ্চ বিরতিতে যাবার অনুমতি দেন। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০৫ রান।