আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১১-২২ ১৩:০৯:৩৮


আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) বৈঠক বসেছে।  সুষ্ঠু নির্বাচন আয়োজনের দিকনির্দেশনা দিতেই এ বৈঠক বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হয়। এ সভা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ভোটের দিন এবং তার আগে ও পরের পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে নির্দেশনা দেয়া হবে বলে জানা গেছে।

জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির এখন পর্যন্ত সবচেয়ে বড় বৈঠক এটি। ৬৪ জেলার ৬৪ পুলিশ সুপার, মেট্রোপলিটন এলাকাগুলোর কমিশনার ও পুলিশপ্রধানদের ডাকা হয়েছে এ সভায়। ইতিমধ্যে অনেকে এসে উপস্থিত হয়েছেন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনার, ইসি সচিবালয়ের কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন।