সাতক্ষীরায় বাসচাপায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৮-১১-২২ ১৩:০৭:১৫


 

 

সাতক্ষীরায় বাসচাপায় আলি হোসেন সুলতান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িসহ চালক ও হেলপারকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আলি হোসেন পাথরঘাটা গ্রামের মৃত ইছাক আলির ছেলে।

আটকরা হলেন, বাসচালক যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের নন্দর বক্সের ছেলে আশরাফুল পাটোয়ারি ও হেলপার সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের জিয়াদ আলির ছেলে ইয়াছিন আরাফাত।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একে ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব ১৪-৬৪৩৯) একটি বাস আখড়াখোলা মোড়ে পৌঁছালে আলি হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা গাড়িটি আটক করে চালক ও হেলপারকে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।