দারুণ এক সেঞ্চুরি মুমিনুলের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-২২ ১৩:৫২:২০


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক।

ঢাকা টেস্টের পর চট্টগ্রাম টেস্টেও সেঞ্চুরি পেলেন তিনি। ক্যারিবিয়দের শুরুতেই সৌম্যকে হারায় বাংলাদেশ। এরপর মুমিনুল-ইমরুল শত রানের জুটি গড়েন। ফিফটির আগেই আউট হন ইমরুল কায়েস। তবে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেন মুমিনুল। সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছে।ব্যাট করছেন মুমিনিল ও সাকিব আল হাসান।