‘নারীর আর্থিক ও রাজনৈতিক ক্ষমতায়নে সরকার দুঢ় প্রতিজ্ঞ’

প্রকাশ: ২০১৫-১১-০৪ ১৮:৫৮:৫৬


chumkiমহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, যে দেশে মুক্তমনাদের হত্যা করা হয় সে দেশে নারীর ক্ষমতায়নের বর্তমান অগ্রগতি একটি বিস্ময়। বাধার দেয়াল ভেঙ্গে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ট্রেন এগিয়ে যাচ্ছে। শিঘ্রই গন্তব্যে পৌঁছাবে।

বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এর সহায়তায় পরিচালিত অপরাজিতা কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: জেন্ডার সংবেদনশীল গর্ভনেন্স এবং সার্ভিসেস বিষয়ক এক জাতীয় পর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

এস.ডি.সি এর সহায়তায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ২০১১ সাল থেকে অপরাজিতা কার্যক্রম চালিয়ে আসছে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, ডেমক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন ও প্রিপ ট্রাস্ট। সেমিনারে আগামী স্থানীয় সরকার নির্বাচনে ৩৩ শতাংশ নারীকে মনোনয়ন দেয়ার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়।

সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, কেন ৩৩ শতাংশ? কেন ৫০% শতাংশ নয়? দেশের প্রায় ৫০ শতাংশ জনগনই নারী। নারীর ক্ষমতায়নে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান ৭ম। তিনি বলেন, বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য কিছু মহল ধর্মকে ব্যবহার করছে। এর প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে।

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, নারীর ক্ষমতায়ন শুধুমাত্র একটা দলের কাজ নয় অথবা একটি দলের পক্ষেও সম্ভব নয়। নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা পালন করতে হবে।
ছবি বিশ্বাস, এমপি বলেন, পাষাণের বাঁধ ভেঙ্গে মুক্ত হয়ে বেড়িয়ে আসতে হবে। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিকভাবে অর্জন করতে হবে।

জেবুন্নেছা আফরোজ হিরন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নারীরা ভাল ভূমিকা রাখতে পারে। কন্যা সন্তানের উত্তরাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে হবে।

স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকারের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি; সাগুফতা ইয়াসমিন এমিলি, এমপি; ছবি বিশ্বাস, এমপি; জেবুন্নেছা আফরোজ হিরণ, এমপি; কাজী রোজী, এমপি; মোছা: সেলিনা জাহান লিটা, এমপি; নাজমুল হক প্রধান, এমপি; আরমা দত্ত, নির্বাহী পরিচালক, প্রিপ স্ট্রাস্ট; মালেকা বানু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ; সাবিনা ইয়াসমিন লুবনা, সিনিয়র প্রোগ্রাম অফিসার, এসডিসি সহ স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচিত নারী প্রতিনিধি।

সানবিডি/ঢাকা/এসএস