মাদক সেবনে বাধা দেয়ায় ৩ জনকে পিটিয়ে আহত

প্রকাশ: ২০১৫-১১-০৪ ১৯:০৬:২৩


downloadসোনারগাঁয়ে মোগরাপাড়া ইউপির ভাগলপুর ভাটিপাড়া খানকারবাড়ির পাশে মাদক সেবনে বাধা দেয়ায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত করেছে মাদক সেবী মামুন, মাহাতাব ও রাজন।

বুধবার সকালে আব্দুর রশিদ বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে  উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর ভাটিপাড়া খানকারবাড়ি গ্রামের আক্তার হোসেনের ছেলে মামুন একই গ্রামের আব্দুর রশিদ নামের এক ব্যক্তির বাড়ির সামনে মাদক সেবন করছিল। এ সময় রশিদ তাকে বাধা দিলে মাদক সেবী মামুন চড়ে উঠেন। পরে তার তার ছোট ভাই মাহাতাব, রাজনকে নিয়ে আসলে তার মিলে পূর্ব শত্রুতার জের ধরে তাকে মারধর করা শুরু করে।

পরে ডাক-চিৎকারে ঘর থেকে তার স্ত্রী হাসনা বেগম ও ছেলে শাহীন এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে। মারধরের শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে আসলে মাদক সেবী সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের জানান, ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে । এএসআই আবুল কালাম আজাদকে তদন্তে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

সানবিডি/ঢাকা/রাআ