প্রথম টেস্টে বিশাল জয়

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৪ ১৪:৩৩:০৫


চট্টগ্রাম টেস্টে ৬৪ রানে  জয় পেয়েছে বাংলাদেশ টাইগাররা। লক্ষ্য ২০৪ রানের। ১৩৯ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সব কয়টি উইকেট তুলে নিয়েছে টাইগাররা। এর মধ্যে তাইজুল তুলে নেন ৬টি উইকেট এবং সাকিব ও মিরাজ ২টি করে উইকেট নেন।

উইকেটের টার্নকে কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে প্রথম ধাক্কাটি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার দুর্দান্ত এক ডেলিভারি এগিয়ে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েছেন কাইরন পাওয়েল, ফিরেছেন গোল্ডেন ডাকে। এর পর ৩ রান করা হোপকেও ফিরিয়েছেন তিনি।

তারপর জোড়া আঘাত তাইজুল ইসলামের। এক ওভারেই দুই এলবিডব্লিউ করে দেন বাঁহাতি এই স্পিনার। ওভারের প্রথম বলে তার শিকার ক্রেইগ ব্রেথওয়েট (৮), পঞ্চম বলে শূন্যতে এলবিডব্লিউ রস্টন চেজ।

সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৬২ বলে ৪৩ রান করেছেন সুনীল অ্যামব্রিস। শেষ দিকে জোমেল ওয়ারিকান ৫৫ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জেতাতে ব্যর্থ হন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ

৩২৪ ও ১২৫

ওয়েস্ট ইন্ডিজ

২৪৬ ও ১৩৬

ফলাফল

বাংলাদেশ ৬৪ রানে জয়ী