খোকসায় চরমনাই উরসের বাস খাদে পড়ে নিহত ২
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-২৫ ১২:০৭:২৮
কুষ্টিয়ার খোকসা উপজেলায় চরমনাই উরস কাফেলার বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ যাত্রী।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে উপজেলার মির্জাপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহাতাব (৫০) নওগাঁ জেলার মুকন্দপুর এলাকার বাসিন্দা এবং আবদুল কাদেরের (৬৫) বাড়ি একই জেলার দোগাছি গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চরমনাই উরস কাফেলার যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-০৯০৬) উপজেলার মির্জাপুর গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এ ঘটনায় কাফেলার আমির আমিরুজ্জামানসহ ২৭ জন আহত হন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কুষ্টিয়া ও খোকসার দুটি ইউনিটের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক মাহাতাবকে মৃত বলে ঘোষণা করেন।
সকালে সেখানে চিকিৎসাধীন থেকে আরেক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চালকের সহকারী জামিরুল ইসলাম জানান, ভোর রাতে খোকসা বাসস্ট্যান্ড পার হওয়ার পর ড্রাইভার তরিকুল ইসলাম ঘুমিয়ে পড়েন। এ সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।
কুষ্টিয়া ফায়ার ব্রিগেডের উপপরিচালক ফিরোজ কুতুবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়। কমপক্ষে ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেলোয়ার হোসাইন জানান, এখন যারা হাসপাতালে ভর্তি আছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা ভালো আছেন।
খোকসা থানার এসআই দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পর পরই তারা ঘটনাস্থলে আসেন। তবে ঘাতক বাসচালককে তারা আটক করতে পারেননি।