৫ কোম্পানি হল্টেড

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১১-২৫ ১৩:৪৭:২৯


ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের আড়াই ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ৫ কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- ইনফরমেশন সার্ভিস নেটওর্য়াক, জুট স্পিনার্স, সোনালী আঁশ, ন্যাশনাল টি এবং এ্যাম্বি ফার্মাসিটিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, দুুপুর ১টার দিকে ইনফরমেশন সার্ভিস নেটওর্য়াকের ক্রেতার ঘরে ২৩ হাজার ২২১টি শেয়ার ৩৭.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৯৪ শতাংশ বা ৩.৪০ টাকা বেড়ে সর্বশেষ ৩৭.৬০ টাকায় লেনদেন হয়।
জুট স্পিনার্সের ক্রেতার ঘরে ৭ হাজার ২২৪টি শেয়ার ১১০.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.০১ শতাংশ বা ৯.১০ টাকা বেড়ে সর্বশেষ ১১০.৯০ টাকায় লেনদেন হয়।
সোনালী আঁশের ক্রেতার ঘরে ২২ হাজার ৬৯১টি শেয়ার ৪৯৬ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৮.৭৪ শতাংশ বা ৩৯.৯০ টাকা বেড়ে সর্বশেষ হাজার ৪৯৬ টাকায় লেনদেন হয়।
ন্যাশনাল টির ক্রেতার ঘরে ১১ হাজার ১৯৩টি শেয়ার ৮০২.৭০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৭.৫০ শতাংশ বা ৫৬ টাকা বেড়ে সর্বশেষ ৮০২.৭০ টাকায় লেনদেন হয়।
এ্যাম্বি ফার্মার ক্রেতার ঘরে ১৭ হাজার ৩৬৩টি শেয়ার ৭২৫.৮০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৭.৪৯ শতাংশ বা ৫০.৬০ টাকা বেড়ে সর্বশেষ ৭২৫.৮০ টাকায় লেনদেন হয়।