ডিআরসিতে নয় জনের আট জনই নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১১-২৫ ২১:০৯:১৬
দ্যা ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ-আইসিএবি’র ঢাকা রিজনাল কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। এই নির্বাচনে মোট ২৩ প্রার্থী অংশ গ্রহণ করে।
সূত্র মতে, এখান থেকে সদস্যরা মোট নয় জনকে বাছাই কওে নিয়েছে। এই নয় জনের মধ্যে আট জনই নতুন মুখ। নির্বাচিতরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিলো মোট ১৪৯৯টি। এর মধ্যে ১০৯০টি ভোট কাস্ট হয়েছে। অন্যদিকে অনলাইনে কাস্ট হয়েছে ২২২টি। এর মধ্যে ১৫২টি ডিআরসির এবং ২৯টি ভোট সিআরসির।
ঢাকা রিজনাল কাউন্সিলে বিজয়ীরা হলেন-মিল্টন বেপারী, এ.এইহ.এম আরিফুল ইসলাম, মো. আবু খায়ের হাসানুল হাসিফ সাওদাগর, জিয়া-উর রহমান জিয়া, মো. আমরান হোসাইন, মোহাম্মদ রেদওয়ানুর রহমান, আনিকা সুলতানা, মো. রাজিব হোসাইন এবং মো. সেলিম রেজা। নয় জনের মধ্যে গতবারের শুধুমাত্র মো. সেলিম রেজা আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বাকী আট জন এবারই প্রথম নির্বাচিত হয়েছেন।
সূত্র মতে, বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। পওে বার্ষিক সাধারণ সভা শেষে নতুন নির্বাচিত কাউন্সিলরা দায়িত্ব নিবেন। এদের থেকে এক বছরের জন্য চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।