মনোনয়ন পাননি আওয়ামী লীগের যে সব এমপি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-২৭ ১০:৩৬:৫২
গত রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নের চিঠি দিয়েছে প্রার্থীদের। এবার গত বারের অনেক সংসদ মনোনয়ন থেকে ছিটকে পড়েছেন। দলীয় স্বার্থের বিষয়টি বিবেচনা করে তাদেরকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যারা বাদ পরলেন: বাদের তালিকায় আছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় (নেত্রকোনা-২), আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক (ঢাকা-১৩), আবদুর রহমান (ফরিদপুর-১), সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম (মাদারীপুর-৩) এবং দলটির অপর সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক (শরীয়তপুর-১)।
বাদ পড়েছেন টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও কক্সবাজার-৪ আসনের সমালোচিত এমপি আবদুর রহমান বদি। গাজীপুর-৩ আসনে বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্য রহমত আলী।
এ ছাড়া নাটোর-১ আসনে আবুল কালাম, সিরাজগঞ্জ-৩ গাজী এমএম আমজাদ হোসেন, সিরাজগঞ্জ-৫ আবদুল মজিদ মণ্ডল, যশোর-২ মনিরুল ইসলাম, মাগুড়া-১ টিএম আবদুল ওহাব, খুলনা-২ মিজানুর রহমান, খুলনা-৬ এসকে নজরুল হক, পটুয়াখালী-৩ আ খ ম জাহাঙ্গীর হোসেন, পটুয়াখালী-৪ মাহবুবুর রহমান, টাঙ্গাইল-২ খন্দকার আসাদুজ্জামান, টাঙ্গাইল-৬ আবদুল বাতেন, ঢাকা-১৭ আবুল কালাম আজাদ, নওগাঁ-৫ আবদুল মালেক, নড়াইল-২ এসকে হাফিজুর রহমান, পিরোজপুর-১ একেএমএ আউয়াল, সিলেট-১ আবুল মাল আবদুল মুহিত, জামালপুর-৫ রেজাউল করিম হীরা, কিশোরগঞ্জ-২ সোহরাব উদ্দিন, হবিগঞ্জ-৪ মাহবুব আলী, বাগেরহাট-২ মীর শওকত আলী, নেত্রকোনা-১ ছবি বিশ্বাস, নেত্রকোনা-৩ ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু, শরীয়তপুর-২ কর্নেল (অব.) শওকত আলী, পাবনা-২ খন্দকার আজিজুল হক আরজু, মাগুরা-১ এটিএম আবদুল ওহাব, কিশোরগঞ্জ-২ সোহরাব উদ্দিন।