কুমিল্লা ভিক্টোরিয়ান্সে স্মিথ 

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৮ ১৩:০২:৪৪


সব কিছু ঠিক থাকলে বিপিএল-এর আগামী আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে দেখা যাবে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথকে। দলটির ফেইসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।

বল টেম্পারিংয়ের অভিযোগে অজি ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ আছেন স্মিথ। তবে বাধা নেই দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক কোন ক্রিকেট লিগে অংশ নিতে। এই সুযোগটিই নিয়েছে কুমিল্লা।

শোয়েব মালিকের জায়গায় তিনি খেলবেন কুমিল্লায়। সামনে বিপিএলের পুরো আসরে পাকিস্তানি ব্যাটসম্যানকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। তার বদলি হিসেবে অস্ট্রেলিয়ান তারকাকে যোগ করেছে তারা।

১৬২ ম্যাচের টি-২০ ক্যারিয়ারে ৩৩০৯ রান করেছেন স্মিথ। তার স্ট্রাইক রেট ১২৫ এর উপরে। আইপিএল-এ ২০১৭ সালে রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে অংশ নিয়েছিলেন তিনি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার খান নয়ন বলেন, পুরো টুর্নামেন্টে শোয়েব মালিককে পাচ্ছিনা। শুরুর দিকের কয়েকটা ম্যাচ শেষে চলে যাবেন তিনি। এরপরই তার বদলি হিসেবে স্টিভেন স্মিথ যোগ দেবেন কুমিল্লায়।