মেসির চোখ আরো উঁচুতে

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৮ ১৫:১১:৪৬


৯টি লা লিগা শিরোপা। ছয়টি কোপা দেল রে। চারটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। তিনটি করে ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ। আটটি স্প্যানিশ সুপার কাপ। ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার জার্সি গায়ে ৩৩ শিরোপা। ব্যক্তিগত অর্জনও কম কী! ফিফা, ব্যালন ডি’অরের বর্ষসেরা স্বীকৃতি পাঁচবার। লিওনেল মেসির অর্জন সব অর্থেই তো অতিমানবিক।

কিন্তু এতেই তৃপ্ত নন তিনি। আরো আরো সাফল্যের জন্য যে ক্ষুধার্ত হয়ে আছেন, সেটিই বলেছেন এই আর্জেন্টাইন জাদুকর। প্রতিপক্ষ দলগুলোর জন্য তা ভীতিকর বটে।

‘আমার লক্ষ্য আরো ভালো খেলা। যা করেছি, জিতেছি, অর্জন করেছি—তাতে সন্তুষ্ট থাকতে চাই না। প্রতিদিনই আরো ভালো হতে চাই; আরো বেশি লক্ষ্য পূরণ করতে চাই, জিততে চাই আরো ট্রফি। সব কিছুই জিততে চাই আমি। কেননা হার পছন্দ করি না মোটেও’—অ্যাডিডাসের এক অনুষ্ঠানে বলেছেন মেসি। এ মৌসুমেও তো থামাথামির কোনো লক্ষণ নেই। বার্সার জার্সিতে ১৪ ম্যাচে এরই মধ্যে দিয়েছেন ১৪ গোল। সঙ্গে তাঁর পাস থেকে আরো ৭ গোল। ৩১ বছর বয়সেও তাই টগবগিয়ে ছুটছেন মেসি। তবে খেলার ধরন পাল্টেছে তাঁর। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর অলরাউন্ড খেলা কাটছাঁট করে সাম্প্রতিক বছরগুলোয় হয়ে উঠেছেন মূলত গোলস্কোরার। মেসির বিচরণের জায়গা সেখানে ক্রমে বিস্তৃত বক্সের বাইরেও। নিজের খেলার ধরনের সেই পাল্টে যাওয়ার কথাও বলেন তিনি, ‘নিজেকে এখন আমি এমন একজন হিসেবে দেখি, যে ম্যাচ নিয়ন্ত্রণ করে। বল নিয়ে দলের খেলায় অনেক বেশি অংশ নেয়। অনেক বেশি অন্যদের খেলাতে চায়। নিজেকে শুধু গোলস্কোরার হিসেবে দেখার চেয়েও এভাবে দেখতে পছন্দ করি।’

তাতে যে মেসির কার্যকারিতা কমছে না, পরিসংখ্যান তো সেই সাক্ষ্য দিচ্ছে।