মতভিন্নতা থাকতেই পারে, আলোচনায় সমাধানের পথ বের হবে:খায়রুল হোসেন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৮ ২২:০২:০১
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজার উন্নয়নে বাজার সংশ্লিষ্ট সকলকে নিয়ে একযোগে কাজ করে যাচ্ছে। আগামীতেও একই ধারা অব্যাহত থাকবে৷ সমস্যা এবং মতভিন্নতা থাকতেই পারে, সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধানের পথ বের করতে হবে৷ পুঁজিবাজার এখন দেশি ও বিদেশি বিনিয়োগের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। পুঁজিবাজার এখন বিনিয়োগকারীগনের আস্থা অর্জন করেছে।
ডিএসই ব্রোকারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নব-নির্বাচিত প্রেসিডেন্ট মো. শাকিল রিজভীর নেতৃত্বে পরিচালনা পর্ষদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, এফসিএমএ এবং খন্দকার কামালুজ্জামান, ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন এবং ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও ৷
তিনি ডিএসই ব্রোকারস এ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদকে স্বাগত জানিয়ে বলেন পুরাতনদের অভিজ্ঞতা ও নতুনদের উদ্যোগ ও কর্মস্পৃহা পুঁজিবাজারকে সামনে এগিয়ে নিতে বিরাট ভূমিকা রাখবে। আগামী দিনগুলোতে সকলকে সাথে নিয়ে দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিকমানে উন্নিত করাই হবে কমিশনের মূল লক্ষ্য৷ একই সাথে এই বিকাশমান বাজারকে দেশের উদিয়মান অর্থনীতিতে আরো বেশী অবদান রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন৷
ডিবিএ’র নব-নির্বাচিত প্রেসিডেন্ট মো. শাকিল রিজভী বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে ড. এম খায়রুল হোসেন একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব৷ যার নেতৃত্বে দেশের পুঁজিবাজার আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে৷ পুঁজিবাজার উন্নয়নে বর্তমান কমিশন যে সমস্ত আইনি ও অবকাঠামো সংস্কার করেছে তা দীর্ঘমেয়াদে দেশের পুঁজিবাজার একটি শক্ত ভীতের ওপর দাঁড়িয়েছে৷ এর ফলে দেশের পুঁজিবাজারে দেশী এবং বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং সামনের দিনগুলোতে বিনিয়োগকারীগণ এর সুফল ভোগ করবেন৷ পুঁজিবাজারের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ডিবিএ৷ রেগুলেটরের পরামর্শ অনুযায়ী ডিবিএ বাজার উন্নয়নে সবসময় সহযোগী হিসেবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন৷