এসএস স্টিলের আইপিও লটারির ফলাফল

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১১-২৯ ১৩:১৮:১৪


আবেদনকারীদের মধ্যে শেয়ারবরাদ্দ দেয়ার জন্য এসএস স্টিলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় এজিবি কলোনি কমিউনিটি সেন্টার, মতিঝিলে অনুষ্ঠিত হয়। কোম্পানির সচিব মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

এস এস স্টিল শেয়ারবাজারে ২ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ২৫ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় ও স্থাপন, ভবন নির্মাণ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির পুন:মূল্যায়ন ছাড়া নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ও পুন:মূল্যায়নসহ নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫.৩৫ টাকা। ২০১৭ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। ভারিত গড় হারে ইপিএস হয়েছে ০.৮২ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

গত ১৭ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানিটির আইপিও অনুমোদন করে।

 

ফলাফল ডাউনলোড করুনঃ 

Title Download

Stock Exchange TREC No. / M.Bank SL No.

Download

Residents Bangladeshi

Download

Affected small investors(ASI)

Download

Non-Residents Bangladeshi

Download

All Eligible Investors (Pro-rata Allotment)